দামুড়হুদার বড়বলদিয়া সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর চারটার দিকে তাদের আটক করা হয়। আটকের পর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করলেও তাদের ফেরত আনা সম্ভব হয়নি। তার আগেই দুই বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক দুই বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আজগার আলী (৫০) ও দামুড়হুদার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মফেল উদ্দিনের ছেলে মোহাম্মদ মামুন (৩০)সহ অজ্ঞাত আরও তিনজন বড়বলদিয়া সীমান্তের ৮৪ মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের অভ্যন্তরে গিয়ে আজগার আলী ও মোহাম্মদ মামুন ধরা পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে। অন্য তিনজন পালিয়ে ফিরে আসে বাংলাদেশে।
বুধবার সকালে আটক দু'জনকে ভারতের কেস্টগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে বিএসএফ। বুধবার সকাল ১০টায় ৮৪ মেইন পিলারের ১৪ সাব পিলারের কাছে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির মদনা কম্পানি কমান্ডার সুবেদার সফিউল আলম। ভারতের পক্ষে ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রওশন লাল। বৈঠকে অন্যান্য প্রসঙ্গের সাথে আটক আজগার আলী ও মোহাম্মদ মামুনকে নিয়ে আলোচনা হলে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, দু'জনকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ