রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা থেকে দুই শিশুসহ দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। ওই আস্তানায় পুলিশের অভিযানের পর সকালে শিশুসহ তারা আত্মসমর্পণ করেন। সকাল সাড়ে নয়টার দিকে ওই দুই নারী জঙ্গিকে পুলিশের একটি গাড়িতে তুলে নেওয়া হয়।
ধারনা করা হচ্ছে, আগের অভিযানে নিহত জঙ্গি নেতা মেজর জাহিদের স্ত্রী রয়েছেন এদের মধ্যে।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে 'সূর্য বাড়ি' নামে তিনতলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই বাড়িতে থাকা 'জঙ্গিরা' বুকে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/হিমেল