ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচেতনতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শুক্রবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬ এর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত কিশোরীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তোমরা সবাই ফেসবুকে, ইন্টারনেটে ঘোরাফেরা কর। এই ফেসবুকে তোমরাই রাজা, যা মন চায় তাই লিখতে পার। কিন্তু তোমার এই লেখায় যেন কেউ কষ্ট না পায়, কারো সম্মান যেন হানি না হয়, কারো অধিকার যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকাল হেনস্থা করতে ভিডিও করে তা ছেড়ে দেওয়ার প্রবণতা কাজ করে অনেকের। এই প্রবণতাগুলো তোমাদের মধ্যে যেন কখনই না আসে।
কারও হাতে কোনো ‘অস্ত্র’ থাকলে সেটি জীবন বাঁচাতে ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করেন তারানা হালিম। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার হাতে একটি অস্ত্র আছে, সেটি জীবন বাঁচাতে ব্যবহার করব; কারো ক্ষতি করার জন্য নয়, এটিই হোক আমাদের মূল মন্ত্র। ”
উল্লেখ, কিশোরীদের নিয়ে জাতীয় এই সম্মেলনের আয়োজন করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/হিমেল