গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত চার পুলিশের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তাকে কাছে পেয়ে পরিবারের সদস্যদের অনেকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। নিহত চার পুলিশ পরিবারের ৯ সদস্যকে মোট ৫০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
চেক প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৬/হিমেল