এবছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৮.৫১ শতাংশ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনি পরীক্ষায় ৯৫.৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তার্ণ হয়েছে। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন এবং ইবতেদায়িতে ৫ হাজার ৯৪৮ শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিকে তুলে ধরেন মোস্তাফিজুর রহমান।
গত বছর প্রাথমিকে পাসের হার ছিল ৯৮ দশমিক ৫২ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ১৩ শতাংশ। দুটি পরীক্ষায় গত বছরের তুলনায় ৬ হাজার ৩৯৩ জন বেশি জিপিএ-৫ পেয়েছে। এ বছর পাসের হার প্রাথমিকে কমেছে শূন্য দশমিক ০১ শতাংশ ও ইবতেদায়িতে বেড়েছে শূন্য দশমিক ৭২ শতাংশ।
এবার দুটি সমাপনীতে মোট জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৮৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৮১ হাজার ৮৯৮ জন, অপরদিকে ইবতেদায়ীতে পেয়েছে পাঁচ হাজার ৯৪৮ জন।
চলতি বছর ২০ থেকে ২৭ নভেম্বর সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় হয়। প্রাথমিকে ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন এবং ইবতেদায়ীতে ২ লাখ ৫৭ হাজার ৫০০ জন এ পরীক্ষায় অংশ নেয়।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/মাহবুব