ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান লৌহজংয়ে বিআইডব্লিওটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি।
এর আগে, কুয়াশায় মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় ঘাটে গাড়ির দীর্ঘ লাইন পড়ে গেছে।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব