বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি জানতে চায়- বিশ্বব্যাংক ২০১১ সালে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করলো কেন? সেতুর কাজ পেতে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন কেন? সচিবসহ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল কেন?
পদ্মাসেতুর দুর্নীতির প্রমাণ না দিতে পারলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য গণতন্ত্রের জন্য বড় হুমকি উল্লেখ করে রিজভী বলেন, বর্বর অগণতান্ত্রিক এই সরকার, জনগণের ম্যান্ডেটবিহীন। তারা গণতন্ত্রকে দুমড়ে-মুচড়ে মানুষের কথা বলা বন্ধ করতেই এ ধরনের হুমকি দিচ্ছে। তারা দুর্নীতি করে বলেই মানুষের কথা বলা বন্ধ করার জন্য এসব হুমকি। তিনি বলেন, বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদক দিয়ে দুর্নীতির মিথ্যা মামলা করা হচ্ছে। কারণ অভিযোগ দায়ের করার এবং গ্রেফতার করার সংস্থাগুলো সম্পূর্ণভাবে আওয়ামী লীগের পকেটে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদুস তালুকদার দুলুসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার