বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা চার সপ্তাহের সময় আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র সুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত বছরের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় দেন। এরপর গত ১১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব