রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধের কাছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও আলোচিত জঙ্গি নেতা নুরুল ইসলাম মারজান ও তার সঙ্গী সাদ্দাম হোসেন বলে ধারণ করছে পুলিশ।
সূত্র জানায়, জঙ্গি মারজানকে ধরতে কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানের অংশ হিসেবেই রায়েরবাজারের বেড়িবাঁধ এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মারজান ও তার দুই সঙ্গী ধরা পড়ে। এসময় তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে মারজান ও সাদ্দাম নিহত হলেও অপর জন পালিয়ে যায়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, ছবি দেখে নিহত ওই দুইজন মারজান ও সাদ্দাম বলে তারা নিশ্চিত হয়েছেন।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম