স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর মোহম্মদপুরে বেড়িবাঁধের কাছে 'বন্দুকযুদ্ধে' নিহত জঙ্গি সাদ্দাম ছিলেন উত্তরবঙ্গের নব্য জেএমবির প্রধান। ওই এলাকায় যতগুলো জঙ্গি হামলা হয়েছে তার সবগুলোর সঙ্গে সাদ্দাম জড়িত ছিলেন।
আজ শুক্রবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মারজান ও সাদ্দামকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছিল। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ব্যারিকেড দেয়। পরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এই দুই জঙ্গি নিহতের পর বাংলাদেশে জঙ্গি তৎপরতা অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে মোহম্মদপুরে সিটিটিসির একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবির সামরিক কমান্ডার মারজান ও তার সহযোগী সাদ্দাম নিহত হন।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম