স্বাভাবিক জীবনে ফেরার আশায় মুখিয়ে আছেন খুলনার 'বৃক্ষমানব' আবুল বাজনদার। খুব শিগগির হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। প্রায় এক বছর আগে চিকিৎসা শুরু হয় তার। পাঁচ আঙ্গুলের বর্ধিত অংশসহ ডান হাতের পুরো আঁচিল ফেলতে কমপক্ষে ১৬ বার অপারেশন টেবিলে যেতে হয়েছে তাকে। যার পরিমাণ ছিল প্রায় পাঁচ কেজি।
২৭ বছর বয়সী আবুল এখন ছোটখাটো ব্যবসার পরিকল্পনা হাতে নিয়েছেন। তার এ ব্যতিক্রর্মী অসুস্থতার খবর শুনে বিশ্বের নানা জায়গার মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। সেই পূঁজি দিয়েই ব্যবসা শুরুর কথা ভাবছেন আবুল বাজনদার।
খুলনার পাইকগাছা উপজেলার সরল গ্রামের আবুল বাজনদার ৩০ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত বিশ্বে মোট চারজন বৃক্ষমানব পাওয়া গেছে। তার মধ্যে আবুল বাজদার একজন। গত বছর এ রোগে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ার এক নাগরিক মারা যান।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৬/ফারজানা