বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ রবিবার সারা দিন বৃষ্টি হবে।
শনিবার রাতে এটি লঘুচাপে পরিণত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও দেশের বন্দরগুলো ও কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস হচ্ছে, রবিবার ও সোমবার এই বৃষ্টি চলবে। আজ দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন