হাইড্রোলিক হর্নের উৎপাদন স্থানীয়ভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে স্কুল, কলেজ, হাসপাতালের আশপাশে হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত দশটার পরে সব ধরনের হর্ন বাজানো এবং বিশ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে এক রিটে গত ২৩ আগস্ট আগের রিটের শুনানি শেষে রুল জারিসহ রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে তা জব্দের নির্দেশ দেন একই হাইকোর্ট বেঞ্চ।
বিডিপ্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান