রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারচুপির পুরনো ভাঙা রেকর্ড বাজাবেন না। রবিবার বেলা ১১টায় বিআরটিসির গাবতলী বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।
এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রসিক নির্বাচন নিয়ে বিএনপি তাদের পুরনো অভ্যাস চর্চা করছে। আগের নির্বাচনের মত ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজাচ্ছে, কারচুপি হয়েছে। সব নির্বাচনের আগে তারা এসব ভাঙা রেকর্ড বাজায়। মন্ত্রী আরও বলেন, এটা (কারচুপির অভিযোগ) করে তারা নির্বাচনে হেরে যাওয়ার আগে আরেকবার হারে।
বিএনপির অভিযোগের কোনো বাস্তবতা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ, কুমিল্লায় হয়েছে একইভাবে রংপুরেও অনুষ্ঠিত হবে।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ