পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকে। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা থেকে নৌরুট এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে রাত ১১টা থেকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন