রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ভোলার উপজেলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম কলেজ প্রাঙ্গণে মহান বিজয় দিবসের আলোচনাসভা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তোফায়েল বলেন, মানবতার ডাকে সাড়া দিয়ে প্রায় ১১ লাখ মানুষকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ স্টার অব দ্যা ইস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে নিষ্ঠা, সততা ও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করছেন। তিনি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি মর্জাদাশীল রাষ্ট্রে পরিণত করে চলছেন। তাই শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বের শ্রেষ্ঠ নেতা।
কলেজের গভর্নিং বডির সভাপতি মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ডা. তাসমিন আহমেদ জামান, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, অধ্যক্ষ রুহুল আমীন জাহাঙ্গির, ফারুকুর রহমান।
পরে মন্ত্রী কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করেন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম