এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের সাবেক এমডি শামীম চৌধুরী এবং হেড অব ফিনান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি (কোষাধ্যক্ষ) আবু হেনা মোস্তফা কামালকে অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সকাল সাড়ে ৯টা থেকে পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকেও গত ২৮ ডিসেম্বর অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ প্রসঙ্গে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ রবিবার সকাল সাড়ে ৯টায় কমিশনে তাদের (সাবেক এমডি ও হেড অব ফিনান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি) জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।
একই ইস্যুতে আগামী ২ জানুয়ারি ২০১৮ ব্যাংকটির আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।
উল্লেখ্য, সম্প্রতি ব্যাংকের আর্থিক বিষয়ে তথ্য চেয়ে দুদক থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দেওয়া হয়। চিঠিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনে বলা হয়, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকা পাচার করেছেন। আর এ অভিযোগের সত্যতা নিরূপণের জন্যই এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।
বিডিপ্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান