ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে আছে ছোট বড় তিনটি ফেরি।
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোর থেকে ঘন কুয়াশায় নদীতে ফেরি চলাচলের জন্য দেওয়া মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার শঙ্কা থাকায় সাড়ে ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে।
বিডি প্রতিদিন/৮ জানুয়ারি ২০১৮/হিমেল