বাংলাদেশের মাটিতে জঙ্গি, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাজধানীর রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইনসে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৮'র উদ্বোধনকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী বিরাট ভূমিকা রেখেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।'
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার উদ্যোগ নিয়েছে।'
এবছর পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘জঙ্গি ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব