সৌদি আরবের জেদ্দাভিত্তিক মুসলিম রাষ্ট্রের জোট অর্গানাইজেশন অব ইসলামি কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দাস্থ ওআইসি সদর দপ্তর সূত্র ওই পদে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। আর এ সম্মেলনকে সামনে রেখে ওই প্রার্থিতা নিয়ে কাজ করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, ওআইসি'র ৫টি সহকারী মহাসচিব পদ রয়েছে। মহাসচিবের পর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তার ওই পদে এবারে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান। জ্যেষ্ঠ ওই কূটনীতিক কানাডা ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।এ পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী এশিয়ার দেশ কাজাখস্তান।
বিডিপ্রতিদিন/ ০৯ জানুয়ারি,২০১৮/ ই জাহান