রাজনীতিতে কখনো জোয়ার আসে কখনো ভাটা। জোয়ার দেখে উল্লসিত হয়ে প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখাবেন না। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানাচ্ছি।
সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে ও কবিরহাট পৌরসভায় নেতকর্মীদেরকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না। আমি প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, সদস্য ডা. এ কেএম জাফর উল্যাহ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম রুমি ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতা কামাল খানসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম