আজ (বৃহস্পতিবার) বিকালে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকাল ৪টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগে দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। সে জন্য কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন সংসদ সদস্যরা আজ শপথ নিয়েছেন।
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে তারা শপথ নেন।
বিডি প্রতিদিন/কালাম