সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। যার ফলে তার জামিন বহাল থাকল।
গতকাল বুধবার আপিল বিভাগের বিচারপাত হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত জামিন স্থগিত বিষয়ে 'নো অর্ডার' দেন।
চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে করা ছয় মামলায় গত ১২ ডিসেম্বর মিলনকে জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বুধবার আপিল বিভাগে শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ড. বশির উল্লাহ। তবে মিলনের পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। গত ২৩ নভেম্বর থেকে চাঁদপুরের কারাগারে আছেন এহছানুল হক মিলন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ভোরে চট্টগ্রামের একটি বাসা থেকে মিলনকে গ্রেফতার করে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৯/আরাফাত