নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই গৃহবধূর সঙ্গে দেখা করেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতারা। শনিবার দুপুর সোয়া ১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর সঙ্গে দেখা করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌথুরী এ্যানি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে গুলশান থেকে বিএনপি নেতারা সুবর্ণচরের উদ্দেশে ঢাকা ছাড়েন। পথে কুমিল্লায় যাত্রাবিরতিকালে তারা স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব