নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলাম (৩৬) এর বাম পা কেটে ও ডান পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকাল ১০টার দিকে শুকাশ ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে এ ঘটনা ঘটে।
আহত মোর্শেদুল ইসলাম বামিহাল গ্রামের আব্দুল গফুর এর ছেলে। মারত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ওই হাসপাতালের অর্থপেটিস বিভাগে চিকিৎসারত আছেন।
এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধ ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বামিহাল গ্রামের স্থানীয় আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন ও সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন গ্রুপের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে মোর্শেদুল ইসলাম শুকাশ ইউনিয়ন পরিষদের সামনে চাউলপট্রিতে একটি দোকানে বসে ছিলেন। অভিযোগ উঠেছে, এসময় প্রতিপক্ষ আফজালের নেতৃত্বে সাত থেকে আটজন লোক তার উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জনসম্মুখে মোর্শেদুলের বাম পা কেটে নেয় এবং ডান পা হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব