জাতীয় বস্ত্র পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অনুষ্ঠানটি এই প্রথম আমরা শুরু করেছি। বস্ত্র খাতের উন্নয়ন, বিকাশ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এ জাতীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। দেশকে সার্বিকভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমারা কাজ করছি।
জাতীয় বস্ত্র দিবস- ২০১৯ উদযাপন এবং জাতীয় বস্ত্র পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের জিডিপি বেড়ে দাঁড়িয়েছে ৩০২ বিলিয়ন মার্কিন ডলারে। রফতানি আয় ২০০৫-০৬ অর্থ বছরের তুলনায় তিন গুণ বেড়ে ২০১৮-১৯ সালের অর্থবছরে এসে দাঁড়িয়েছে ৪৬.৫৩ বিলিয়ন মার্কিন ডলারে। থাপিছু আয় তিনগুণ বৃদ্ধি পেয়ে ১,৯০৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের জিডিপি ৮.১৫ হারে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। তার সঙ্গে মূল্যস্ফীতি আমরা ৫ ভাগে নামিয়ে এনেছি এবং এটা আমরা আরও কমাতে চাই।
তিনি বলেন, আমার দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ তাদের ভাগ্য পরিবর্তন হবে, সবাই উন্নত জীবনযাপন করবে। আমরা যে ডেল্টা প্লান নিয়ে এগিয়ে যাচ্ছি তাতে করে একদিন বাংলাদেশ বিশ্বের বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ব দরবারে আমরা মাথা তুলে দাঁড়িয়েছি। আগামী প্রজন্ম যাতে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ পায় সে লক্ষেই আমরা কাজ করছি।
বিডি প্রতিদিন/ফারজানা