ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ধর্ষণ, খুন, হত্যার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে বিকেল ৪ টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার চৌধুরী, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফাক আহমেদ, নাগরিক ঐক্যের আতিকুর রহমান আতিক, মোবাক্কররুল ইসলাম নবাব, বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, জেএসডির সাংগঠনিক সম্পাদক রাজ্জাক রাজা, গ্রীন পার্টির সভাপতি রাজু আহমেদ খান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত