শনিবারের মতো আজও সূর্যের দেখা মিলতে নাও পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামের রাজারহাটে রেকর্ড করা হয়। এ সময়ে ঢাকায় ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। রবিবার সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে, তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও পুরো জানুয়ারি মাসে শীতের দাপট থাকবে। শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার