‘কাঁশি কিছুটা থাকলেও আগের চেয়েও অনেকটা ভালো। অন্য আর কোনো সমস্যা নেই। আপনাদের দোয়ায় এখন অনেকটাই ভালো। ফুসফুসে সামান্য কিছু সংক্রমণ ধরা পড়েছে। তবে চিন্তার কিছু নেই।’’ আজ সোমবার বিকেলে মুঠোফোনের অপর প্রান্ত থেকে এভাবেই নিজের শারীরিক অবস্থার সম্পর্কে জানালেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। রাজধানীর একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একুশে পদক প্রাপ্ত ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিকিৎসক।
উল্লেখ্য, কয়েক দিন থেকেই সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন এবিএম আব্দুল্লাহ। অবস্থান করছিলেন বাসায়। এরপর গত সোমবার কভিড-১৯ পরীক্ষার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। পরে ওইদিন বিকালেই হাসপাতালে ভর্তি হন প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ।
বিডি প্রতিদিন/ফারজানা