প্রায় দেড় বছর পর সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন না করা ও দলের গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত থাকায় কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ জানান, দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন না করা ও দলের গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক সারিয়াকান্দি উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হলো। যা অদ্য হতে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং অচিরেই নেতা কর্মীদের সহিত আলোচনা করিয়া দুই ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে সর্বশেষ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির জানান, দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলেও বাতিল হওয়া কমিটি কোনও সহায়তা করেনি। তারা নিজেদের লোকজন দিয়ে পকেট কমিটি করে রেখেছিল। তারা কোনও কাজ করেনি।
অপরদিকে সারিয়াকান্দি উপজেলা বিএনপির সর্বশেষ কমিটির সাবেক সভাপতি সুজাউদ্দৌলা সনজু বলেন, আহ্বাবায়ক কমিটি দলের কোনও কর্মসূচি বা কোন কর্মকাণ্ডও করেনি। শুধু নামেই কমিটি ছিল। সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ায় নেতাকর্মীদের দাবি বাস্তবায়িত হয়েছে। এজন্য তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে ধন্যবাদ জানান।
এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মুকুল বলেন, বর্তমান উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ায় আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে। এজন্য তিনি জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/কালাম