পদোন্নতি পেলেন বাংলাদেশ ব্যাংকের ছয় কর্মকর্তা। তাদের মধ্যে তিনজন মহাব্যবস্থাপক থেকে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। আর তিন জন উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর ও ৩ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পৃথক কর্মচারী নির্দেশে এই পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্তরা
বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাবকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে রাজশাহী অফিসে বহাল করা হয়েছে।
আর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে।
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ সংযুক্ত মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে রংপুর অফিসে বহাল করা হয়েছে।
অপরদিকে প্রধান কার্যালয়ের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল কাদিরকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বহাল করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমানকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে বহাল করা হয়েছে।
আর খুলনা অফিসের উপ-মহাব্যবস্থাপক দুলাল চন্দ্র বিশ্বাসকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দিয়ে একই অফিসে বহাল করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ