বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান এই ফেসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে বিদায় নিতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। জনগণ মাঠে নেমেছে। এই জনস্রোত ঠেকানোর ক্ষমতা বর্তমান অবৈধ সরকারের নেই।
শনিবার দুপুরে বগুড়া জেলা শহরে জেলা বিএনপি আয়োজিত গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশাহর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
সমাবেশ শেষে আমান উল্লাহ আমান ও বাদশাহ’র নেতৃত্বে বিশাল একটি গণমিছিল শহরের বিভিন্ন স্থান পদক্ষিণ করে। দশ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি জেলা ও মহানগরে গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির সঙ্গে সমমনা রাজনৈতিক দলগুলোও সারাদেশে জেলা ও মহানগরে যুগপৎ ভাবে এই কর্মসূচি পালন করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত