৯ এপ্রিল ‘আদালতের নির্দেশের পরও গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না প্রাইম ব্যাংক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক। তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটিতে পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করা হয়নি, শুধু অভিযোগকারীর বক্তব্যের ওপর ভিত্তি করে একতরফা সংবাদ প্রকাশ করা হয়েছে; যা সঠিক নয় ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের তথ্য প্রকাশ আমাদের গ্রাহকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রাইম ব্যাংক সব সময় দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার বিধি মেনেই পরিচালিত হয়। গ্রাহকের চাহিদা ও দাবি নিষ্পত্তিতে প্রাইম ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে। যৌথনামে এফডিআর হিসাব খোলার সময় প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জীবিত হিসাবধারী ছাড়া মৃত হিসাবধারীর নমিনি বা উত্তরাধিকারীদের বরাবর এফডিআরের টাকা প্রদানের সুযোগ নেই।
প্রতিবেদকের বক্তব্য : উচ্চ আদালতের আদেশের ওপর ভিত্তি করে সংবাদটি করা হয়েছিল।