ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে কোনো রাজনৈতিক দলের জন্য ক্ষমতায় যাওয়া কঠিন হবে।
তিনি গতকাল বিকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, স্বার্থান্বেষী মহল আলেমদের মুখরোচক বক্তব্যের মাধ্যমে ধোঁকা দিয়েছে। তারা আলেমদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে বসে আলেমদের ওপর জুলুম, নির্যাতন, হত্যা করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের টাকা পাচার করেছে। এ অবস্থার পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশকেই করতে হবে।
দলের যশোর জেলা শাখার সভাপতি আবদুল হালিম মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাফেজ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মো. শোয়াইব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মুহাম্মদ ফারুক আহমাদ প্রমুখ।