প্রায় ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ইসলামাবাদের নেতৃত্ব দিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আগামীকাল ঢাকায় দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় সচিব পর্যায়ের বৈঠকে নিজ দেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী আমনা বালুচ আজ দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা। এ ছাড়া ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্র সচিবরা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া সার্ক, ওআইসি, ডি-৮-এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলোও আলোচনায় আসবে বলেও জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এক যুগের বেশি সময় পর দুই দেশের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। ২০১০ সালে সর্বশেষ ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন দুই দেশের তৎকালীন পররাষ্ট্র সচিব।