কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনের বদলি ঠেকাতে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে ইটনা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটনা থানা ঘেরাও করেন তারা। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় ২০ মার্চ রাতে উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার এ গ্রেপ্তারের পর আওয়ামী দোসররা ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেনকে সরাতে নানাভাবে তৎপর হয়ে ওঠে। এ তৎপরতার অংশ হিসেবে সমন্বয়ক দাবিদার আফজাল হোসেন শান্ত নিজে থেকে ওসি মনোয়ার হোসেনকে ফোন করে কলরেকর্ড ফাঁসের নাটক সাজান।
তাতে শোনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসেন শান্ত ১৮ লাখ টাকার একটি ঠিকাদারি কাজে ১০ লাখ টাকা লাভ করেছে মর্মে তার কাছে জিলাপি খেতে চান ওসি। এই অডিও রেকর্ড ভাইরাল হলে ওসিকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) করা হয়। এরপর মঙ্গলবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সই করা বদলি আদেশ জারি হয়।