নির্বাচনী হলফনামায় বিয়ের বিষয়টি লুকানোর অভিযোগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
আইনমন্ত্রী কপিল সিবালের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে।
সম্প্রতি জমা দেওয়া নির্বাচনী হলফনামায় মোদি তার স্ত্রীর নাম ‘যশোদাবেন’ বলে উল্লেখ করেন যা তিনি আগের নির্বাচনগুলোতে খালি রেখেছিলেন।
এ বিষয়ে কপিল সিবাল বলেন, ‘২০০২, ২০০৭ এবং ২০১২ সালের নির্বাচনে তিনি (মোদি) এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করেননি, যেটি আইন অনুযায়ী তার করার কথা ছিল। তাই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছি।’
এদিকে, শুক্রবার সকালে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী জম্মু ও কাশ্মিরে এক সমাবেশে বলেন, ‘এ পর্যন্ত কতটি নির্বাচনে তিনি (মোদি) লড়েছেন তা আমরা জানি না। তবে এই প্রথমবারের মতো জানালেন যে তিনি বিবাহিত। তারা (বিজেপি) নারীদের সম্মানের বিষয়ে কথা বলে। অথচ মোদির আগের হলফনামায় স্ত্রীর নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি।’
অবশ্য বিজেপি এটিকে ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছে।
৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক যশোদাবেন পশ্চিম গুজরাটের একটি গ্রামে তার ভাইয়ের সঙ্গে থাকেন বলে জানা গেছে।