ভারতের চলমান লোকসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আভির্ভূত হতে যাচ্ছে বিজেপি। দেশটি জুড়ে চালানো প্রায় এক ডজন নির্বাচনপূর্ব জরিপে এমন আভাস পাওয়া গেছে।
সর্বশেষ এক জরিপে বলা হয় বিজেপি নেতৃত্বাধীন এবারের নির্বাচনে এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ভারতের প্রভাবশালী চ্যানেল এনডিটিভি পরিচালিত জরিপটির ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
জরিপের ফলাফলে দেখা যায়, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন থেকে ৩টি আসন বেশি (২৭৫টি) পাবে। ফলে সরকার গঠনের জন্য জোটটিকে আঞ্চলিক কোনো দলের ওপর নির্ভর করতে হবে না।
প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)একাই ২২৬টি আসনে জয় পাবে। ১৯৮৪ সালের নির্বাচনে ২টি আসন পাওয়া দলটি এবার ভারতের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হতে যাচ্ছে।
এনডিটিভি বলেছে, এটি হতে যাচ্ছে এ যাবৎকালের মধ্যে বিজেপির সেরা ফলাফল।