বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৩ এপ্রিল শুরু হচ্ছে 'রূপসী বাংলা' শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৫ এপ্রিল শেষ হবে এই প্রদর্শনী।
শুরু হচ্ছে বাউল বাজারের বাউল মেলা
বাউল গানের দল বাউল বাজারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাউল মেলা। আজ বিকালে একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। দুই দিনব্যাপী এই আয়োজনে বাউল গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান বাউল শিল্পীরা। কাল শেষ হবে দুই দিনব্যাপী এ বাউল মেলা।