প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দিয়ে এত দিন ধরে বাগাড়ম্বর মন্ত্রীদের আস্ফালন যে সরকারকেই পিছিয়ে দিয়েছে তা বোঝার ক্ষমতাও যে সরকার রাখে না তা প্রমাণ করে দিল বিএনপি। এবারের আন্দোলনের প্রাথমিক বিজয় সন্দেহাতীতভাবে বিএনপির হয়েছে, এখন আর কিছু দিন ধরে রাখতে পারলে চূড়ান্ত বিজয় সুনিশ্চিত। এখন আন্দোলন অব্যাহত রাখা ছাড়া বিএনপির সামনে কোনো বিকল্প নেই। সরকারের অত্যাচারের মাত্রা যত বাড়বে আন্দোলনের গতি তত তীব্র হবে। এখন আর ভয় পেলে চলবে না। ভয়ের পরই জয়। তাই আমার আবেদন, এখন আর পালিয়ে নয়, জেল মোকাবিলা করে প্রকাশ্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মাঠে তৃতীয় পক্ষ তৎপর। তারা আন্দোলনকে সন্ত্রাসের দিকে নিয়ে সরকারকে হার্ডলাইনে ঠেলে দিয়ে এক ঢিলে দুই পাখি মারার গভীর ষড়যন্ত্রে মেতেছে। আন্দোলনের চূড়ান্ত সফলতার স্বার্থে যে কোনো মূল্যে সন্ত্রাসী কার্যক্রম পরিহার করে অবরোধ ও হরতাল অব্যাহত রাখতে হবে। শুধু ঘোষণায়ই যথেষ্ট। বাকি যা করার জনগণই করবে। এখন আলোচনার কোনো প্রয়োজন নেই। বল এখন সরকারের কোর্টে, সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। সরকার হেলায় অনেক সময় নষ্ট করে ফেলেছে, তাই এখন সরকার যে সিদ্ধান্তই নেবে তা সবই বিএনপির পক্ষে যাবে। বিএনপির জয় সুনিশ্চিত। বিএনপি জিন্দাবাদ।
অনেক বিজ্ঞজনেরা বর্তমান আন্দোলনকে যেভাবে সহজ সমীকরণ করছেন, বিষয়টি কিন্তু তত সরল নয়! সরকার যেভাবে বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে প্রথম থেকেই সহিংসতার দিকে কেন নিয়ে যাওয়া হলো তা একটু গভীরভাবে তৃতীয় নয়নে অনুধাবন করার চেষ্টা করুন, দৃষ্টি অনেক দূরে চলে যাবে। দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে ক্ষতি কার বেশি তা বিশ্লেষণ করে বলার প্রয়োজন আছে বলে সচেতন মানুষ মনে করে না। অনেকের ধারণা, যে সহজ জিনিসটি তারা সবাই বোঝেন, সেটি বিএনপি বোঝে না? চরম সত্যটি কিন্তু এখানেই লুকিয়ে আছে। বর্তমান আন্দোলনের রহস্যটাই এখানে! আন্দোলনকারীরা নির্বিচারে মানুষ মারছে আর সরকার সেটি বন্ধ করতে পারছে না, কিন্তু কেন পারছে না সে প্রশ্ন আমরা কেউ করছি না! আমরা বোকার মতো চোখের সামনে যা ঘটছে তাই দেখছি, কিন্তু কেন সেটা ঘটানো হলো, সেই ঘটনায় কার লাভ বা ক্ষতি হলো তা বিবেচনায় আনছি না- যা সব সমস্যার কেন্দ্রবিন্দু বলেই আমি মনে করি।
বর্তমানে আমি বিএনপির কোনো সাংগঠনিক কাঠামোতে নেই, তাই ফ্রিল্যান্সার হিসেবে আমার কথা আমি বলে যাচ্ছি। দলে আমার বর্তমান অবস্থা শূন্য কিন্তু শূন্য থেকেই সব কিছু শুরু এবং সব সমাপ্তি শূন্যতেই। বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে এবং বর্তমান আমি কিন্তু বিএনপিরই দয়ার দান।
লেখক : সাবেক সংসদ সদস্য, বিএনপি।