ধারাভাষ্য কক্ষে বাংলাদেশের আতাহার আলী খান। মাঠে লড়ছে নীল জার্সি পরিহিত ভারত এবং হলুদ জার্সির অস্ট্রেলিয়া। টানা দুই মাস অস্ট্রেলিয়ায় অনেক খেলায় হেরেছে ভারত। আজকের খেলাটা তাদের জিততেই হবে। জিতে একটু মান রক্ষা করতে হবে দেশের। ধারাভাষ্য কক্ষে বসে আতাহার আলী সকাল থেকে ক্রমাগত ভারতীয় দলকে খুঁচিয়েই যাচ্ছেন। বলছেন-”‘ভারত একটি কাগুজে বাঘ, ভারত নিজেদের দেশের বাইরে গেলে কিছু করতে পারে না, কিন্তু বড় বড় কথা বলে। ক্রিকেট বাণিজ্যের জোরে ভারত বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চাচ্ছে। ভারতকে আজকে মাঠের খেলায় জিতে প্রমাণ করতে হবে, ভারত ক্রিকেট বিশ্বের প্রণিধানযোগ্য, ধর্তব্যের মধ্যে আনার মতো একটি দল। শুধু ক্রিকেট বাণিজ্যেই নয়, মাঠের খেলায়ও ভারত একটি শক্তিশালী দল। ভারতকে মাঠে খেলে প্রমাণ করতে হবে অস্ট্রেলিয়া এবং বড় দলগুলোর সঙ্গে দেশের বাইরের মাটিতেও জেতার যোগ্যতা আছে তাদের।’ আরেকটা খেলার কথা বলি। পাকিস্তান খেলছে নিউজিল্যান্ডের সঙ্গে। আতাহার আলী ধারাভাষ্য দিচ্ছেন- ‘ওহ্ পাকিস্তান। ওই দেশে সারাক্ষণ বোমা ফোটে। এক মৃত্যুকূপ পাকিস্তান।’ কি পাঠক, ঘাবড়ে গেলেন? আসলে বাংলাদেশের আতাহার আলী খান কখনোই এ কথাগুলো বলেননি। যদিও ওপরের এই প্যারার সারাংশগুলো সবই সত্য, কিন্তু কখনো আমি শুনিনি স্টার স্পোর্টস বা অন্য কোনো ক্রিকেট চ্যানেলের ধারাভাষ্যকাররা ভারত বা পাকিস্তানকে নিয়ে এমন সমালোচনা করেছেন। সত্য হলেও কথাগুলো বলা হয় না এ কারণে যে, এটা আদব-কায়দা বিরোধী। এ ছাড়া ভারতকে নিয়ে না বলার কারণ, বিশ্ব ক্রিকেট বাণিজ্যে ভারত একটি বড় ভূমিকা। পাশাপাশি আরেকটা ব্যাপারও সত্য, ভারতে ক্রিকেট প্রায় ধর্মের মতো। যে দেশের সংস্কৃতিতে ক্রিকেট প্রায় ধর্মের মতো হয়ে ঢুকে গেছে সে দেশকে অবশ্যই প্রশংসা করতে হবে। ভারতকে ছোট করলে সামনের দিনে ক্রিকেটকেই বিপদে ফেলবেন। যে কারণে আমার ধারণা, কোনো ভাষ্যকার সেটা করেন না। এর বাইরেও, ভারতে ক্রিকেট যদি কোনো নতুন ধর্ম নাও হতো, তবুও কোনো দেশকে এভাবে আপনি বলতে পারেন না। আপনার কাজ ধারাভাষ্য দেওয়া। আপনার কাজ কাউকে ছোট না করা, ধারাভাষ্যকার হিসেবে তুচ্ছতাচ্ছিল্য করা আপনার কাজ নয়। এটা আমরা সবাই জানি। এখন এ দৃশ্যপটটা ঘুরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসেন। আপনি বাংলাদেশ আর আফগানিস্তানের শেষ খেলাটার দিকে আসেন। সেখানে দেখবেন কীভাবে, কী নিষ্ঠুরভাবে রমিজ রাজা আর সুনিল গাভাস্কাররা নানান সময়-অসময়ে, বিভিন্ন প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ক্রিকেট। বাংলাদেশের মানুষ ক্রিকেট খায়, ক্রিকেট খেলে, ক্রিকেট নিঃশ্বাস নেয়, ক্রিকেট ঘুমায়, ক্রিকেটের ওপরই শুয়ে থাকে, ক্রিকেটের ওপরই বসে থাকে। বিশ্ব ক্রিকেট বাণিজ্যে বাংলাদেশও খুব ছোট বা ফেলে দেওয়ার মতো কোনো দেশ নয়। যদি বাণিজ্যের কথা ভাবী, বাংলাদেশ ভারতের মতো বড় নয় কিন্তু বিশ্ব ক্রিকেটের অনেক পরাশক্তির চেয়ে আমরা অনেক ওপরে। যদি আবেগের কথা ভাবী, তাহলে আমরা একেবারে ওপরে না থাকলেও ওপরের দিকেই আছি, বাণিজ্যিক দিক থেকেও আমরা ওপরের দিকেই আছি। খেলার দিক থেকেও কি আমরা খুব খারাপ? আমরা কি আফগানিস্তানের মতো দলের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য করার মতো? আমি আবারও বলছি, কেউ একজন খারাপ খেললেই কিন্তু তাকে নিয়ে তাচ্ছিল্য করা যায় না, যেটা আমি লেখার প্রথম দিকে দিয়েছিলাম। তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে খারাপ খেলার পরও বা দেশের বাইরে গিয়ে ভারত ভালো খেলতে না পারলেও তা নিয়ে তো ভাষ্যকাররা তাচ্ছিল্য করেন না। পাকিস্তানের প্রায় ব্যর্থ রাষ্ট্র হওয়া নিয়ে তামাশা করেন এটা কিন্তু সত্য, তবুও কিন্তু তাচ্ছিল্য করেন না। আমরা মাঝেমধ্যে খারাপ খেলি, এটা যেমন সত্য, কিন্তু এটা নিয়ে তো আপনি তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। আপনি আমাদের তাচ্ছিল্য করছেন কারণ আপনি ধরে নিয়েছেন বাংলাদেশের সঙ্গে এগুলো করে পার পাওয়া যাবে, কোনো প্রতিবাদ আসবে না। এখন আর ঘটনাটা সেরকম নয়। এখন বাংলাদেশে একটা নতুন প্রজন্ম বেড়ে উঠছে। তারা ইন্টারনেটে তাদের ভয়েস রেইজ করতে জানে, তারা খেলা দেখে। এবং আইসিসির কর্তারা যদি বাংলাদেশের নিউজ ফিডগুলো দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ রমিজ রাজা, সুনিল গাভাস্কারের মতো ভাষ্যকারদের বাংলাদেশকে নিয়ে সামগ্রিক যে তুচ্ছতাচ্ছিল্য সেটা মোটেও ভালোভাবে নেয়নি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব হচ্ছে আইসিসিকে বলা- ভারতকে তাচ্ছিল্য করলে একজন ভাষ্যকারের যে পরিণতি ঘটে বাংলাদেশকে তাচ্ছিল্য করলেও সে একই ঘটনা ঘটাতে হবে। কারণ বিশ্ব ক্রিকেটে আমরা ফেলনা নই। লেখক : চলচ্চিত্র নির্মাতা
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বিশ্বকাপ কমেনট্যারি বক্সে শুদ্ধি অভিযান দরকার
মোস্তফা সরয়ার ফারুকী
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর