বাংলাদেশে জঙ্গি আছে পশ্চিমাদের এটা বোঝানোর জন্যই সংখ্যালঘু এবং ইসলাম বিদ্বেষী অভিজিৎ রায়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকা। গত রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রোস্তোরায় যুবদল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে খোকা বলেন, এ হত্যাকাণ্ডে ছাত্রলীগ ও যুবলীগের গুন্ডা-পান্ডারাই জড়িত। যারা বিশ্বজিতকে হত্যা করেছিল, তারাই অভিজিৎ রায়কে খুন করেছে।
খোকা বলেন, সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিচার বিভাগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করার জন্য বাংলাদেশের আদালতকে ব্যবহার করে তার গুলশানের কার্যালয় তল্লাশি করার আদেশ নিয়েছেন। ইয়াহিয়ার শাসনামলেও আমরা এমন আইন দেখিনি। দুর্ভাগ্য বাংলাদেশের মানুষকে আজ এটাও দেখতে হল।
তিনি আরো বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে ১৪ দল নেতা মোহাম্মদ নাসিমের নির্দেশেই শেখ হাসিনার সরকার মুক্তমনার ব্লগার অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোহাম্মদ নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তিনি চিহ্নিত সন্ত্রাসী এবং সর্বহারাদের সাথে আপোষ করে তাদের জেলখানা থেকে ছেড়ে দিয়েছিলেন। তাদের সাথেই মোহাম্মদ নাসিমের যোগাযোগ ছিল। নাসিমের নির্দেশেই সেই সব দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের মাধ্যমে অভিজিতকে খুন করে বর্তমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে সরকার।
যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদের সভাপতিত্বে এবং রেজাউল আজাদ ভুইয়া ও শেখ হায়দার আলীর পরিচালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, যুবদলের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার খান বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন, সালেহ আহমেদ মানিক, কানেকটিকাট বিএনপির সভাপতি এম এ বাসিত, বিএনপি নেতা আবু সুফিয়ান, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি রাফেল তালুকদার, বিএনপি নেতা জাফর তালুকদার, এবাদ চৌধুরী ও আবুল হাশেম শাহদাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শামীম মাহমুদ, সোয়েব চৌধুরী, জাহিদ খান, কাজী আমিনুল হক স্বপন, আফরোজা বেগম রোজি, হামিদুর রহমান হামিদ, মজিবুর রহমান, মাসুক আহমেদ, ইকবাল হায়দার, ফয়েজ আহমেদ চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৩ মার্চ ২০১৫/ এস আহমেদ