দেশ বিরোধী যে কোন অপতৎপরতার দাঁত ভাঙ্গা জবাব ও প্রবাসে ধর্মের দোহাই দিয়ে একাত্তরের স্টাইলে গজিয়ে উঠা অপশক্তির ব্যাপারেও নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষে জোট গড়েছেন যুক্তরাষ্ট্রে মুজিব আদর্শের অনুসারী নারীরা।
৮ জুলাই বুধবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের নারীদের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভার মূল আয়োজক ছিলেন আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান। অংশগ্রহণ করেন সেলিনা মোমেন, আইরিন পারভিন, শেফু রহমান, সেলিনা আজাদ, শুক্লা আহমেদ, লিলি আকতার, সোনিয়া বেগম, নুরুন্নাহার গিনি, কামরুন্নাহার চৌধুরী, তাহেরা বেগম, হোসনে আরা, রিফাত সুলতানা, লিলি বেগম, ইয়াসমীন আরা, কাজী লুনা প্রমুখ।
এরা সকলেই প্রবাসে মুজিব আদর্শের লড়াকু সৈনিক। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সকল কর্মকাণ্ডে এরা সোচ্চার রয়েছেন বহু বছর যাবৎ।
সভায় খোলামেলা মতবিনিময়কালে সকলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত সহায়তার অঙ্গিকার করেন।
একইসাথে উল্লেখ করেন, ‘একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের ঘাতকরা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বস্টন, প্রভৃতি স্থানে জামাত-শিবির এবং বিএনপির কিছু লোক সংঘবদ্ধ হয়ে বাংলাদেশের ইমেজ বিপন্ন হয় এমন অপতৎপরতা চালাচ্ছে। বিপুল অর্থ ব্যয়ে ওরা মার্কিন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘে দেন-দরবার করছে। এ অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারীরা ঘরে বসে থাকতে পারে না। আমরা সকলে এক যোগে জামাত-শিবির আর বিএনপির ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার থাকবো।’
এ সময় অভিযোগ করা হয় যে, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের মত যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগেও বিভক্তির কারণে সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা এসেছে। সত্যিকারের কাজ না করে নেতৃত্ব কব্জায় রাখতে একজন আরেকজনের বিষোদগার করছেন। তারই পরিপ্রেক্ষিতে মুজিব আদর্শের অনুসারিরা বিকল্প ধারায় কাজের অঙ্গিকার করলেন। তারা বিবাদ-বিভক্তির দ্রুত অবসানে সংশ্লিষ্ট সকলের সুমতি কামনা করে বিশেষ মোনাজাতে মিলিত হন। মোনাজাত পরিচালনা করেন কুমকুম বেগম।