মক্কা-রিয়াদ মহাসড়কের আল হুমায়রা নামক স্থানে গতকাল শুক্রবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সকলে বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা।
নিহতরা হলেন: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রায়হান চৌধুরী(২৮), সুনাগঞ্জের দিরাই উপজেলায় মাসুক তালুকদার(৫০) এবং সিলেটের কানাইঘাট উপজেলার মৌলানা নিজাম উদ্দীন (৫৫)।
জানা গেছে, পবিত্র ওমরাহ পালন শেষে একটি প্রাইভেট গাড়িযোগে রিয়াদ ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান সবাই। নিহত রায়হান জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সহ প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. কাপ্তান হোসেন, আবু তাহের আহমদ কবির, তজমুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী রুকন ইবনে ফয়েজি, সভাপতি আব্দুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক চৌধুরী। এছাড়া সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থার (বাপ্রসস) নেতৃবৃন্দ। নিহতদের মরদেহ বর্তমানে হুমায়রার স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার রাতে একই মহাসড়কের মাজমাহ নামক এলাকায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।
বাংলাদেশ দূতাবাস রিয়াদ সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে সংশিষ্ট কতৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা