সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'প্রবাসে যারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে সংগঠনিকভাবে জড়িত, তারা প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে হবে। এতে করে দেশ এগিয়ে যাবে, আমাদের সরকার লাভবান হবে। প্রবাস থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে এটিই মোক্ষম উপায়।'
সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম নিজামের সঞ্চালনায় এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই যুবলীগ সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দুবাই আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন, আবুধাবী আওয়ামী লীগ সভাপতি শহিদ উল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেলাল, এহসান, আবুল হোসেন, মাসুদ, ফাহাদ আলী, রাশেদ, শাহাবউদ্দীন, তাজ উদ্দিন, সুবাস চৌধুরী , বশির ভূইয়া, রাসেল, মানু, কালাম ভূইয়া, এনাম, হেজাজ, ভুট্টো প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৫/ রশিদা