লস অ্যাঞ্জেলেসে নিউজ পোর্টাল 'এলএ বাংলাটাইমস'-এর আয়োজনে গত বৃহস্পতিবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এত উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক, সমালোচক ও শুভানুধ্যায়ীসহ প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় লিটিল ঢাকা রেস্টুরেন্টে বাংকুইট হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতে 'এলএ বাংলাটাইমস' পোর্টালের সভাপতি ও প্রকাশক আব্দুস সামাদ সকলকে আন্তরিকভাবে স্বাগতম জানান। আমন্ত্রিত অতিথিরা ইফতার মাহফিলের ভূয়সী প্রশংসা করেন। এসময় 'এলএ বাংলাটাইমস'-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুস সামাদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন সবাই। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করা হয়। এ সময় সকলের জন্য মহান আল্লাহর কাছে এহকাল ও পরকালের জন্য রহমত এবং ক্ষমা প্রার্থনা করা হয়। ইফতার শেষে সবাই একত্রে নামাজ আদায় করেন।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৫/ রশিদা