সৌদি আরবের রাজধানী রিয়াদে রাবুয়া’র স্থানীয় একটি রেস্টুরেন্টে শুক্রবার অনুষ্ঠিত হলো জাতীয় পার্টি রিয়াদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা।
রিয়াদ কেন্দ্রীয় জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্হিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সামছুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সামছুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে টেলি কনফারেন্সে বক্তব্যে রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ একজন সফল রাষ্ট্রপতি। এইচ এম এরশাদের হাতকে শক্তিশালী করলে তার মহতী রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ রাজনৈতিক র্দুবৃত্তায়ন থেকে মুক্তি পাবে। আসুন আমরা সকলে একত্রিত হয়ে কাজ করি যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে। জি এম কাদের জাতীয় পার্টির পক্ষ থেকে প্রবাসীদের রমজানের মোবারকবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান। সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৫/ রশিদা