সৌদি আরবের রাজধানী রিয়াদে বাথা’র স্থানীয় একটি রেস্টুরেন্টে গতকাল রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি কামাল পাটোয়ারীর প্রাণবন্ত সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ লোকমান আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগরের সভাপতি মো. ইউসুফ খান, প্রসাফ সভাপতি মো. আবুল বশীর। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ, রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাইদ, আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডা. কাজী মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কৃষিবিদ শামীম আবেদিন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থার (বাপ্রসাস) আহ্বায়ক সিনিয়র সাংবাদিক অহিদুল ইসলাম প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ ছাড়া ও বিভিন্ন শাখা কমিটির সদস্য, অন্যান্য সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৫/ রশিদা