দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি)। উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, কনসাল জেনারেল একেএম শহিদুল করিম।
বিওডি চেয়ারম্যান কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে ৫২ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করেন যখন ব্যাংক রির্জাভ ছিল শূন্য। সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা শিক্ষার প্রতি অত্যন্ত সচেতন এবং উদার। স্কুল নির্মানে প্রধানমন্ত্রীর সহায়তা অবশ্যই আসবে,এই স্কুল নির্মানের পর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী স্বয়ং আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ দেয়ার জন্যে স্কুল কমিটি অভিভাবকগণ সহ প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, শিক্ষার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার আশ্বাসের ধারাবায়িকতায় জেদ্দায় ২টি, রিয়াদে ২টি, দাম্মাম, মক্কা ও মদিনায় ১টি করে মোট ৭টি স্কুলের নিজস্ব ভবন নির্মানের লক্ষ্যে দূতাবাস কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণকে সম্মাননা স্মারক তুলে দেন স্কুলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সদস্যগণ।সমাপনী বক্তৃতায় কাজী নেয়ামুল বশির বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অভিভাবকগণের ঘামেভেজা অর্থে পরিচালিত হয়ে আসছে এই স্কুল,প্রায় ২৫ মিলিয়ন রিয়াল ব্যয়ে স্কুল নির্মান প্রকল্প বাংলাদেশ সরকারের সহায়তা ছাড়া সম্পন্ন করা সম্ভব নয়।
উল্লেখ্য,১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটি চলছিল একটি ভাড়া বাড়িতে। সৌদি সরকারের নতুন বিধি ও স্কুল কোড অনুযায়ী নিজস্ব ভবনে চালাতে হবে স্কুল,আর সেই মতে জেদ্দা মহানগরীর মদিনা রোড সংলগ্ন মসজিদ সৌদ এর সন্নিকটে একটি জমি লিজ নিয়ে স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার স্থায়ী ভবন।
বিডি-প্রতিদিন/ ১৩ জুলাই, ২০১৫/ রশিদা