বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন নিউইয়র্কে শ্রমিক লীগের এক সভায় বলেছেন, ‘বাংলাদেশের শিল্প-কারখানার শ্রমিকদের ন্যায্য মজুরির ব্যাপারে আমাদের নির্বাচনী অঙ্গীকারের প্রায় পুরোটাই বাস্তবায়িত করা হয়েছে। ন্যূনতম মজুরি বিধিও তৈরি করা হয়েছে। এর ফলে শ্রমিক সেক্টরে এখন সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে।’
নিউইয়র্ক-ঢাকা রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু প্রসঙ্গে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘ফেডারেল এভিয়েশন অথরিটির দেয়া ক্রাইটেরিয়ার প্রায় সবগুলোই পূরণ করা হয়েছে। সামান্য কিছু শর্ত অপূর্ণ রয়েছে। সেগুলো সেপ্টেম্বরের মধ্যেই পূরণ করা সম্ভব হবে এবং আমরা আশা করছি তারপরই বিমান উড়বে এ পথে।’
বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচির বাস্তবায়ন ঘটছে বলেও উল্লেখ করেন এই মন্ত্রী। রাশেদ খান মেনন বলেন, ‘দুর্নীতি আর অব্যবস্থাপনার শিকার হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিএনপির আমলের সে সব দুর্নীতির জের এখনও বইতে হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে বহু শিল্প-কারখানা বন্ধ করা হয়েছিল। আমরা সেগুলো চালু করেছি। এজন্যে আমাদের সরকারকে শ্রমিকবান্ধব হিসেবে অভিহিত করেন সকলে। শুধু তাই নয়, কল-কারখানায় নারী-পুরুষ একত্রে কজের পরিবেশও তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। খাদ্যে উদ্বৃত্ত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। এভাবেই শেখ হাসিননার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এই সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আজিজুল হক খোকন এবং সঞ্চালন করেন সেক্রেটারি জুয়েল আহমেদ। অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী, চন্দন দত্ত, শাহ বখতিয়ার, এম এ মালেক, বিএম জাকির হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সাবেক সচিব আবু তালেব। শেষে বজলুর রহমানের নেতৃত্বে বিশেষ মোনাজাতের পর সকলের মধ্যে ইফতার পরিবেশিত হয়।
উল্লেখ্য, হিউস্টনে বঙ্গ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে ৮ জুলাই যুক্তরাষ্ট্রে এসেছেন রাশেদ খান মেনন।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই, ২০১৫/ রশিদা